সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ►
নীলফামারীর সৈয়দপুরে ফিনিক্স ক্লাবের উদ্যোগে চার। দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী শুরু হয়েছে। সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) বিকালে স্থানীয় স্মৃতিসৌধ চত্বরে দুইটি ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে যৌথভাবে এই কর্মসূচী উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোখছেদুল মোমিন এবং সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান।
এ সময় সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, ফিনিক্স ক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ওই ক্লাবের সদস্যরা সৈয়দপুর অফিসার্স ক্লাব জামে মসজিদ ও মাজার শাহ ফকির দারুসসালাম হাফিজিয়া মাদ্রাসা চত্বরে ৫০ টি গাছের চরা রোপণ করেন।
ফিনিক্স ক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জানান এই চারদিনে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্কুল প্রাঙ্গণে তারা আরও ২৫০ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করবেন।